দেলদুয়ারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

দেলদুয়ারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটিয়া ইউনিয়নের হিংগানগর কামান্না সরকারপাড়া মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য পরিমল দে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের মন্দিরে প্রতিমা নির্মাণ করা হচ্ছে।

শনিবার সকালে দেখতে পাই মন্দিরের ভেতরে থাকা গণেশ সরস্বতী অসুরসহ কয়েকটি প্রতিমার একাধিক স্থানে ভাঙা।

কে বা কারা শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটিয়েছে?

আরও পড়ুন- মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা, থানায় অভিযোগ

পরে থানায় খবর দিলে পুলিশ এসে বিষয়টি দেখে গেছেন। ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান এ এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম ভয়াবহ আকার ধারন করেছে।

নিয়মিত চুরি হয়ে থাকে। টিউবওয়েলের মাথা, গ্যাস সিলিন্ডারের বোতল এবং পানির পাম্প প্রতিনিয়ত চুরি হলেও হচ্ছে না প্রতিকার।

আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং দেলদুয়ার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত দে সরকার বলেন, আমাদের এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়। এ ঘটনাটি দুঃখজনক।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে আমরা শনিবার বিকেলে ওই মন্দির পরিদর্শন করেছি। তেমন বড় ঘটনা নয়।

লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।