নাগরপুরে বিদেশ ফেরত ৩১৪ জন; হোম কোয়ারেন্টাইনে মাত্র ২৪

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নে চলতি মাস (মার্চ ০১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত) ৩১৪ জন বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে মাত্র ২৪ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতি ইউনিয়নে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পর্যবেক্ষণে থাকা এরা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিংগাপুর থেকে এসেছেন। পাশাপাশি জনমনে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সর্তকতা মূলক প্রচার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।