নিঃসন্তান দম্পত্তিকে পাগলীর শিশু সন্তান দত্তক

নিঃসন্তান দম্পত্তিকে পাগলীর শিশু সন্তান দত্তক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে জন্ম নেওয়া সেই পাগলীর শিশু সন্তানটিকে দত্তক দেয়া হয়েছে।

শিশুটির নামে ১০ লাখ টাকা এফডিআর করার শর্তে লাল মাহমুদ ও রিয়া মাহমুদ দম্পতি শিশুটিকে দত্তক নেন।

এর আগে শিশুটিকে দত্তক পেতে ২৮টি পরিবার আবেদন করে। জেলা শিশু কল্যাণ বোর্ডের যাচাই বাছাই শেষে শিশুটিকে ওই দম্পত্তির কাছে দত্তক দেওয়া হয়।

লাল মাহমুদ দম্পতির বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার নিকলা ইউনিয়নের ভারৈ গ্রামে বলে জানা গেছে।

রোববার (১৬ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার তাঁর কার্যালয়ে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির কাছে হস্তান্তর করেন।

এর আগে বৃহস্পতিবার শিশু কল্যাণ বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহ্ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশুটি দত্তক পাওয়া লাল মাহমুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পারি মির্জাপুরে এক পাগলী রাস্তায় একটি সন্তান প্রসব করেছে।

আমরা শিশুটিকে দত্তক নিতে জেলা প্রশাসকের নিকট আবেদন করি। আজ আমরা শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পেলাম।

আরও পড়ুন- টাঙ্গাইলে সার্কিট হাউজে ছাদ বাগানের কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ফুটফুটে নিস্পাপ শিশুটিকে পেতে ২৮টি পরিবার আবেদন করেছিলেন।

আমরা যাচাই বাছাই করে একটি নিঃসন্তান সক্ষম দম্পতিকে নির্বাচন করতে পেরেছি।

দত্তক নেয়া পরিবার শিশুটি যাতে স্বচ্ছল ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে সেজন্য শিশুর নামে ১০ লাখ টাকা এফডিআর করেছে।

আমরা আশা করি শিশুটি ওই দম্পতির কাছে ভাল থাকবে।

উল্লেখ্য, ৫ জুলাই সকাল ৬টার দিকে মির্জাপুর উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক পাগলী একটি কন্যা সন্তানের জন্ম দেন।