নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ক্ষুদে শিক্ষার্থীদের

কালিহাতী প্রতিনিধি : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজেরাই শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা।

শিশুরা তাদের জমানো টিফিনের টাকা দিয়ে কলাগাছ কিনে শহীদ মিনার তৈরি করে সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

বিষয়টি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

শিশুরা জানিয়েছে, বই পড়ে মাতৃভাষা দিবসের ইতিহাস জানতে পেরে ভাষা শহীদদের প্রতি এভাবেই গভীর শ্রদ্ধা জানায় তারা।

কলা গাছের অস্থায়ী শহীদ মিনারে তার ফুল দিয়ে প্রতি বছর শ্রদ্ধা নিবেদন করে। তাদের অনেকেই টিফিনের টাকা দিয়ে ফুল কিনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়।

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলেরর কালিহাতী উপজেলা পাইকড়া ইউনিয়নের হাসড়া গ্রামের মকবুল সিকদারের বাড়িতে তার নাতি-নাতনিরা বাড়ির উঠানে মাটি দিয়ে উচু করে কলাগাছ পুতে একই পরিবারে ৪টি শহীদ মিনার বানিয়ে তার উপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।

আবার ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে শিশুরা এলাকার অন্যান্য শিশুদের জন্য খাবারের আয়োজনও করেছে।

হাসড়া গ্রামের ১০ম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার (আঞ্জুমান) বলেন, ভাষা আন্দোলনের বিষয়ে বই পড়ে ইতিহাস জেনেছি।

আমরা কয়েক বছর ধরে টিফিনের টাকা দিয়ে ফুল কিনে কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসছি।

৮ম শ্রেণির শিক্ষার্থী মো. সোয়াইব বলেন, নিজেরা শহীদ মিনার বানিয়ে একুশের প্রথম প্রহরে সেখানে ফুল দিয়ে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছি।

৭ম শ্রেণির শিক্ষার্থী শাম্মী সিকদার বলেন, আমি জানতে পেরেছি ভাষার জন্য রফিক, শফিক, জব্বারসহ অনেকে শহীদ হয়েছেন।

তাদের সম্মানে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। সম্পাদনা – অলক কুমার