ভাসানী বিশ্ববিদ্যালয়ের শহিদুল পেলেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল ইসলাম

মাভাবিপ্রবি প্রতিনিধি : দক্ষ সংগঠক হিসেবে অবদানের জন্য নারী দিবস ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল ইসলাম।

গতকাল রবিবার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জনকে পুরষ্কৃত করা হয়।

আরো পড়ুন – ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৯ নেতাকে বহিস্কার

পুরষ্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, প্রধান আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার।

শহিদুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার ধূলবাড়ী গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

তিনি খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি এমএম আলী কলেজ থেকে এইচএসসি, সরকারি সাদত কলেজ থেকে স্নাতক এবং বাঙলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

এরপর ২০১৪ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার হিসেবে নিয়োগ পান।

এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে ও দক্ষ সংগঠক হিসেবে এই পুরষ্কার পাই।

২০১৪ সালে যখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু নামে কোনো সংগঠন ছিল না এবং কোন দিবস পালিত হতো না।

সে সময় আমি আর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা মিলে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং সংস্কৃতিমনা ৪০-৪৫ জনকে খুঁজে বের করি।

আরো পড়ুন – বাসাইলে ১০ কেজি গাঁজাসহ আটক ৪

বঙ্গবন্ধুর নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করি। পরে একসময় পূর্ণাঙ্গ কমিটিও হয়।

বর্তমানে আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক।

সে থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধু চিন্তা চেতনা আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

কেন্দ্র থেকে খোজ-খবর নিয়ে দেখেছে আমি একজন দক্ষ সংগঠক পরে আমাকে এই পদকে মনোনীত করা হয়েছে।