ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

ভূঞাপুর থানা

ভূঞাপুর সংবাদদাতা : ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাগমারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পরীক্ষার্থী বাবা ও মাকে গুরুতর আহত অবস্থায় ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীর বাবা জানান, ভূঞাপুর থেকে এসএসসি পরীক্ষা শেষে মা ও বাবার সঙ্গে অটোরিক্সাযোগে জেলার ঘাটাইল উপজেলার সিংগুড়িয়া গ্রামে নিজ বাড়িতে ফিরতে ছিলো।

আরো পড়ুন – রাইস কুকারের কার্টুনে নবজাতকের লাশ! কি নিষ্ঠুর জন্মদাতারা?

অটোরিক্সা কাগমারিপাড়া নামক স্থানে পৌঁছালে ওই এলাকার শফিকুল ইসলাম ভুট্টোর ছেলে শাকিল সরকার (১৮) তার বাবা ও চাচা সাজ্জাদসহ কয়েকজন তাদের পথরোধ করে।

অটোরিকশা থামালে অতর্কিতভাবে ওই পরীক্ষার্থীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অটোতে থাকা যাত্রীদের সাথে সংঘর্ষ বাঁধে, এতে আহত হয় পরীক্ষার্থী বাবা ও মা।

পরে ৯৯৯ নম্বরে কল দিলে ভূঞাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে।

পরীক্ষার্থী অভিযোগ তার কাছে থাকা প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড ছিনিয়ে নিয়ে যায়।

আরো পড়ুন – জেলা প্রশাসককে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখিনি – কাজী অলিদ

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করতেছে।

প্রাথমিক তদন্ত শেষে মামলা নথিভূক্ত করা হবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার