ভূঞাপুরে বিএনপির মশাল মিছিল, আওয়ামী লীগের ধাওয়া

ভূঞাপুরে বিএনপির মশাল মিছিল

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভুঞাপুরে অবরোধ ও হরতাল সমর্থনে মশাল মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

পরে বিএনপির নেতাকর্মীরা সড়কে মশাল রেখে পালিয়ে যায়।

রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন – সমর্থনকারী ভোটারকে আটকে রেখে মনোনয়ন বাতিলের অভিযোগ ঠান্ডুর

এরআগে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি ভুঞাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

পরে মশাল ফেলে বিএনপির নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান বলেন, সন্ধ্যায় বিএনপি নেতাকর্মী জ্বালাও-পোড়াও করার উদ্দেশ্যে মশাল মিছিল বের করে।

পরে সাধারণ জনতা তাদের বাঁধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এটি আমার একার বিষয় না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মশাল মিছিল বের করা হয়।

আরো পড়ুন – তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়েছেন এমপি ছানোয়ার

এসময় হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমাদের ওপর হামলা করলে উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।