ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন জাহাজ ধ্বংসের স্মৃতিচারণ করলেন মুক্তিযোদ্ধারা

ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন জাহাজ ধ্বংসের স্মৃতিচারণ করলেন মুক্তিযোদ্ধারা

ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভ্ঞূাপুরে ঐতিহাসিক সিরাজকান্দির জাহাজ ধ্বংস দিবস পালন করা হয়েছে। সেই সময়ে জাহাজ ধ্বংস বা জাহান মারা নিয়ে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

শনিবার (১২ আগস্ট) দুপুরে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স হলরুমে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিরাজকান্দি জাহাজ ধ্বংস দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- ১১ আগস্ট ছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘টার্নিং পয়েন্ট

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাদেরিয়া বাহিনীর বেতার বিভাগের প্রধান বীর মুক্তিযোদ্ধা আজিজ বাঙ্গাল, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মিঞা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বীর বিক্রম), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামা (গেরিলা), বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার প্রমুখ।

মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালে ১১ আগস্ট ঐতিহাসিক জাহাজ ধ্বংসের দিন। এটি ঐতিহাসিক জাহাজমারা দিবস নামে পরিচিত।