মধুপুরে জ্বর-বমি-পাতলা পায়খানা নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে জ্বর-বমি-পাতলা পায়খানা নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মৃত গার্মেন্টস কর্মীর নাম হবিবুর রহমান হবি (৩৫)। সে উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের টেক্কার বাজার এলাকার হাসান আলীর ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত হবি তিনি ঢাকায় থেকে গার্মেন্টেসে কাজ করতেন বলে জানা গেছে।

করোনা উপসর্গে মৃত্যু হয়েছে বলে সন্দেহ হলেও উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ পরীক্ষা করা ছাড়া তা স্বীকার করেনি।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটি ঢাকায় থেকে কাজ করতো। কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়িতে এসেছিল। বিষয়টি তারা গোপন রেখেছিলে। গতকাল পাতলা পায়খানা শুরু হয়েছিল। মঙ্গলবার (৩১ মার্চ) রক্ত বমি হয়েছে। দুপুরে তার মৃত্যুর পরই এসব খবর শোনা গেছে।

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, করোনাভাইরাস সংক্রান্ত টিমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিম পাঠানো হচ্ছে। মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে তার জানাজা শেষে দাফন হবে। আশে পাশের বাড়িসহ এলাকা লকডাউন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, যতটুকু জানা গেছে করোনার উপসর্গের সাথে মিলে না। পায়খানার দ্বার দিয়ে রক্ত যাওয়া বা রক্ত বমি হওয়া তো করোনার উপসর্গ নয়। তবে পরীক্ষা করলেই জানা যাবে।