ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নবাগত কলেজ পরিদর্শক অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নবাগত কলেজ পরিদর্শক অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়

নিজস্ব প্রতিবেদক: টঙ্গাইলস্থ ময়মনসিংহ আঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রানেশ রঞ্জন রায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়’কে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি কলেজ পরিদর্শক পদে যোগদান করেন।

তিনি ১৯৮২ সালে নেত্রকোনা গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৪ সালে নটর ডেম কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।

আরও পড়ুন- বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এছাড়া তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালে ১৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন।

তিনি সর্বশেষ রংপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগেও তিনি সরকারি সাদ’ত কলেজ, কুমুদিনী সরকারি কলেজ ও শেরপুর কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন।