মির্জাপুরে একই বাড়িতে ২য় করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে একই বাড়িতে আরো এক কিশোর (১৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা হল ৯ জন। শনিবার সকাল এগারটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) আক্রান্ত ব্যক্তিসহ ২১ জনের নমুনা সংগ্রহ করে বুধবার (৬ মে) ঢাকা রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ শনিবার (৯ মে) তার করোনা শনাক্তের খবর পাঠায় তারা। আক্রান্ত ওই কিশোর গত মঙ্গলবার (৫ মে) করোনায় আক্রান্ত দিনমজুরের শ্যালক। তারা একই বাড়িতে থাকেন। ভগ্নিপতির সংস্পর্শে থাকার কারণে ওই কিশোরসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এপর্যন্ত ৩১৯ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে করোনা শনাক্ত হল নয়জন। আক্রান্ত নয়জনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন, একজন বাড়িতে আইসোলেশনে, চারজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত কিশোরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত কিশোরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। তার আশপাশের ৩০টি বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে বলে তিনি জানান।