মির্জাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জহিরুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী জমেলা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

তাদের মধ্যে গুরুতর আহত জহিরুল ইসলামকে চিকিৎসার জন্য জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে যমুনায় মাছ ধরার সময় জেলে নৌকায় ডাকাতি; আহত ৩

উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া উত্তরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর জহিরুল ইসলাম ৪ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে বসত বাড়ির জমি ও গাছ পাল নিয়ে বিবাদীদের বিরোধ চলে আসছে।

গত বুধবার (২৭ মার্চ) সকাল দশটার দিকে বিবাদী হাড়িয়া গ্রামের আহাম্মদ আলী (৫২) তার ছেলে রায়হান (২৮), রহিমা বেগম (৪৫) ও রফিক (৪৫) মিলে জহিরুল ইসলামের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা লাঠি দিয়ে আঘাত করে ও এলোপাথারী কিল ঘুষি লাথি মারতে থাকে।

জহিরুলকে বাঁচাতে স্ত্রী জমেলা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারপিট করতে থাকে।

তাদের আর্তচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

হামলায় গুরুতর আহত জহিরুলকে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন – সাংবাদিকদের মধ্যস্থতায় নিষিদ্ধ পলিথিনের জব্দকৃত ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন রনি অভিযোগ পাওয়ার কথা জানিয়ে জহিরুলের ওপর হামলার কথা স্বীকার করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।