মির্জাপুরে নৌকা ডুবে বরের ভাইসহ তিনজনের মৃত্যু

নৌকা ডুবে মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ নৌকা ডুবির ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাত ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)।

আরো পড়ুন – মধুপুর বিএনপির সভাপতিসহ চার নেতা আটক; একজনের রিমান্ড

নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার কনে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার বর টুটুল চৌধুরীর সঙ্গে নিহতরা বর যাত্রী হয়ে তরফপুর গ্রামে যান।

কনের বাড়িতে দুপুরের খাবারের পর বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন।

এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।

এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা পানিতে ডুবে যায়।

এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যায়।

পরে খোঁজাখুজির পর স্থানীয়রা তিনজনের লাশ উদ্ধার করে।

আরো পড়ুন – দেলদুয়ারে দিনে সালিশ, রাতে যুবকের আত্মহত্যা!

তরফপুর ইউপি চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর বর ও কনের গ্রামে শোকের ছাড়া নেমে এসেছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, যেহেতু নিখোঁজ নেই এবং সন্ধ্যা হয়ে গেছে তাই সেখানে ডুবুরি দল পাঠানো হয়নি।