মির্জাপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলার ও লুটপাট; থানায় মামলা

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলার্স ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী আহাম্মদ, শাহিন, রিপন, সীমান্ত ও মঞ্জুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২২ জনের নামে মামলা হয়েছে মির্জাপুর থানায়।

মামলা সুত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালী (আদাবাড়ি) গ্রামের আলম মিয়া (৩৬) তার নিজ বাড়ির সামনেই জুয়েলার্স দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। কিন্ত অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী আহাম্মদ, শাহিন, রিপন, সীমান্ত ও মঞ্জুর নেতৃত্বে বিভিন্ন সময় চাঁদার জন্য জুয়েলার্স দোকানে হুমকি ধামকিসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। কয়েকদিন আগে ব্যবসায়ী আলম মিয়ার শ্বশুর কাশেম খান সন্ত্রাসীদের কার্যকলাপের প্রতিবাদ করায় তারা কাশেম খানকে মারপিট করে। তারই জের ধরে গতকাল সন্ত্রাসীরা আলম মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে সকল আসবাবপত্র ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী আলম মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।