টাঙ্গাইলের নয় শতাধিক শ্রমিক বিভিন্ন জেলায় ধান কাটছে

টাঙ্গাইল থেকে নয় শতাধিক শ্রমিক বোরো ধান কাটতে দেশের বিভিন্ন জেলায় গেছে। এই শ্রমিকরা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও নাটোর অঞ্চল এলাকায় ধান কাটছে বলে নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

এসময় তিনি জানান, প্রতিটি শ্রমিক স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন পত্র নিয়ে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে গেছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে প্রত্যয়ন পত্র প্রদান করেছেন।

এসময় এই কৃষি কর্মকর্তা আরো জানান, টাঙ্গাইলে মে মাসের ১০ তারিখের পর থেকে ধান কাটা পুরোদমে শুরু হবে। জেলায় মোট ৭০টি কম্বাইন্ড হার্বেস্টিং মেশিন আছে যা দিয়ে আমরা খুব সহজেই ধান কেটে ফেলতে পারবো। আমাদের শ্রমিক ঘাটতি হবে না বলে আশা করি।