সাগরদিঘিতে মানববন্ধনে চেয়ারম্যানের হামলা অভিযোগ, সংঘর্ষ-ভাঙচুর, পুলিশের গুলি-টিয়ারশেল

মানববন্ধনে চেয়ারম্যান বাহিনীর হামলা

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয়েছে দুইজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে উপজেলার সাগরদিঘি এলাকায় সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : আর কোন আসামি গ্রেপ্তার নাই

শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে সড়কের একপাশে অবস্থান নেয়।এ সময় চেয়ারম্যান হেকমত সিকদারের নেতৃত্বে কিছু লোকজন শান্তিপূর্ণ মানববন্ধনে বাঁধা দেয়।

এ নিয়ে এক পর্যায়ে তারা মানববন্ধনে অংশ গ্রহনকারীদের উপর হামলা চালায়। ওই সময় দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়।

পুলিশের উপস্থিতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের দাবী এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।

এক পর্যায় উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যানকে ধাওয়া করে। এ সময় সে দৌঁড়ে স্থানীয় এক দোকানে আশ্রয় নেয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

পরে অবরেুদ্ধ অবস্থা থেকে পুলিশ চেয়ারম্যানকে উদ্ধার করে। এরপরও দুই পক্ষের লোকজন দুই পাশে অবস্থান নেয়।

দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় ভীত সন্ত্রস্ত ব্যবসায়ীরা সব দোকান বন্ধ করে রাখেন।

সাগরদিঘি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি জিন্নত আলী বলেন, চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে চেয়ারম্যান বহিরাগত লোকজন নিয়ে অর্তকিত হামলা করে।

এতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আওয়ামী লীগের একটি গ্রুপ জামায়াত, বিএনপির লোকদের সঙ্গে নিয়ে আমাকে হেয় করার জন্য মাঝে মধ্যেই আমার বিরুদ্ধে মানববন্ধন করে।

আরো পড়ুন – চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতি: আসামী রাজা ৫ দিনের রিমান্ডে

ইতিমধ্যে তারা আমার বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়েছে।

তারা আজকেও মানববন্ধনের আয়োজন করলে আমার লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। ভাংচুর করা হয় ৫টি মোটরসাইকেল।

পুলিশের বক্তব্য –

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পুলিশ জনগনের; অপরাধ যেই করবে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। সম্পাদনা – অলক কুমার