উন্নয়ন কাজ ও ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঘন কুয়াশা আর মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে সম্প্রসারনের কাজ চলামান থাকার কারণে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বঙ্গবন্ধুসেতু পুর্বপাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। ফলে খুবই ধীরগতিতে চলছে যানবাহন। এ অবস্থায় প্রচন্ড ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নারী ও শিশু সহ দুরপাল্লার যাত্রীরা।

এদিকে ঘন কুয়াশার কারণে সেতুতে সতর্কতার সাথে চলাচল করতে লিফলেট বিতরণ করছে কর্তৃপক্ষ।

গেল সন্ধ্যার পর থেকে তীব্র ঘন কুয়াশার কারণে সেতুর উভয় পাড়ের টোলপ্লাাজা হতে সীমিত আকারে যানবাহন ছাড়া হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

গতরাত (১৯ ডিসেম্বর) থেকেই তীব্র ঘন কুয়াশার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছেনা। এছাড়াও মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গায় ৩০০ মিটার অংশের সড়ক স¤প্রসারণ ও সংস্কার কাজ চলামান রয়েছে। এ অবস্থায় মহাসড়কের বঙ্গবন্ধুসেতু পুর্বপাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান বলেন, ঘন কুয়াশার কারনে পরিবহণ খুবই ধীরগতিতে চলাচল করছে। এসময় মহাসড়কে যান চলাচলা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।