টাঙ্গাইলে পৌর নির্বাচনে ভোট গ্রহণ ইভিএমে নয়, ব্যালটে

নিজস্ব প্রতিবেদক : আগামি বছর ২০২১ সনের ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ৫টি পৌরসভাসহ ৬৪টি পৌরসভা নির্বাচন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আর এই সকল নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানানো হয়।

টাঙ্গাইলের পৌরসভাগুলো হলো- টাঙ্গাইল, মির্জাপুর, ভূয়াপুর, মধুপুর ও সখিপুর।

এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি; মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোট হবে ৩০ জানুয়ারি।

এধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।

আগামী ৩০ জানুয়ারি ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার বিকেলে এসব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর

তিনি বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।

এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি; মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোট হবে ৩০ জানুয়ারি।

এধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান এই জ্যেষ্ঠ সচিব

উল্লেখ্য, এর আগে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন কমিশন এক ব্রিফিংএ জানিয়েছিলেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার