টাঙ্গাইলে মুড়ি মিল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে মুড়ি মিল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের আওতায় এক মুড়ি মিলের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে- ভেজালরোধে তদারকিমূলক অভিযান চালিয়ে মুড়ির মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা, আয়োডিনবিহীন ইন্ডাসট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত ফিটকিরি ব্যবহার করা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় সুশীল শংকর মোদক নামে এক মুড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন – খান ও সিদ্দিকী পরিবারের ‘বন্ধন’, ত্যাগীদের প্রত্যাশা হইব্রিডের পতন

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার নারান্দিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

অভিযানে সহায়তা করেন- টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি পরিদর্শক মো. আনোয়ারুর ইসলাম।

শিকদার শাহীনুর আলম বলেন, প্রস্তুতকৃত মুড়ির প্যাকেটের মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা; আয়োডিনবিহীন ইন্ডাসট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার করা; নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্রভাবে মুড়ি তৈরি করায় নারান্দিয়া এলাকায় ভেজালরোধে অভিযান চালিয়ে শিব শংকর মুড়ি মিল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।