টাঙ্গাইল থেকে ৩২ জনের নমুনা ঢাকা; ২২টি নেগেটিভ

কভিড-১৯ এর পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৩২ জন ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদের মধ্যে সদর উপজেলার ১ জন, নাগরপুর উপজেলার ২ জন, মির্জাপুর উপজেলার ২ জন, বাসাইল উপজেলার ২ জন, সখিপুর উপজেলার ৮ জন, কালিহাতী উপজেলার ২ জন, ঘাটাইল উপজেলার ২ জন, মধুপুর উপজেলার ৫ জন, ধনবাড়ি উপজেলার ৩ জন, গোপালপুর উপজেলার ৪ জন ও ভূঞাপুর উপজেলার ২ জন রয়েছেন।

রোববার (৫ এপ্রিল) পর্যন্ত ২২ জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ২২ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত টাঙ্গাইলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো কয়দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জনকে আমরা কোভিড-১৯ এর পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এ পর্যন্ত ২২ জনের ফলাফল হাতে পেয়েছি। সবগুলোই নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি হাতে পাবো। আর নমুনা পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।