ত্যাগী পরীক্ষিতদের আগামি সম্মেলনে মূল্যায়ন করা হবে – মোজহারুল ইসলাম তালুকদার

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছেন তারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। দীর্ঘ দিনের ত্যাগী পরীক্ষিত নেতা-কর্মীদের আসন্ন সম্মেলনে মূল্যায়ন করা হবে। টাঙ্গাইলের কালিহাতীতে একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এসব কথা বলেন। শুক্রবার বিকেলে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মোজহারুল ইসলাম তালুকদার আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী আমাদের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা বুঝতে পেরেছেন সংগঠন বিরোধী কালপিটদের দলে গুরুত্বপূর্ণ জায়গা দিলে তারা নৌকাকে ডুবিয়ে দেবে। তাই নেত্রীর নির্দেশে তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ও কেন্দ্রের নির্দেশ মেনে আগামীতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগকে আবার সাজানো বাগান বানাবো। সেখানে হাইব্রিড, সুবিধাবাদি এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের সুযোগ দেওয়া হবে না।

উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঘাতক দালাল নির্মূল কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি (আরজু), উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, সহ-প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন মাষ্টার ও ডলি খানম, এলেঙ্গা পৌরসভার সদর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক নুরুন্নবী সিদ্দিকীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সদস্য সচিব এডভোকেট হুমায়ুন কবীর।