দুপুরের পর থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

দুপুরের পর থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে যানজট শুরু হলেও দুপুরের পর থেকে ফাঁকা হয়ে গেছে।

বঙ্গবন্ধু সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পাড় করার ব্যবস্থা নেওয়ায় দ্রæত যানজট কমতে থাকে।

পুলিশ সূত্র জানায়, ভোরে সেতুর উপর দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় যান চলাচল বন্ধ হয়।

এসময় যানজট শুরু হয়। সেতু থেকে প্রায় ৪০ কিলোমিটার যানজট লেগে যায়।

সকাল সাড়ে ৭টা থেকে ১১টার কিছু সময় পর পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে সিরাজগঞ্জের দিক থেকে যান চলাচল বন্ধ রাখা হয়।

ওই লেন দিয়েও উত্তরবঙ্গগামী যানবাহন পাড় করা হয়।

এতে দ্রুত যানবাহনের চাপ কমতে থাকে। দুপুর ২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত টাঙ্গাইল শহর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত ঘুরে দেখা যায় মহাসড়কে স্বাভাবিকের চেয়েও অনেক কম যানবাহন চলাচল করছে।

বগুড়াগামী মাইক্রোবাসের যাত্রী শফিকুল ইসলাম জানান, যানজটে পড়ার আশঙ্কায় তারা গতকাল রওনা হননি।

বুধবার দুপুর ২টায় সাভার থেকে রওনা হয়ে পৌনে দুই ঘণ্টায় টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত পৌঁছেছেন।

পথে কোথাও যানজটে পড়তে হয়নি। প্রায় পুরো রাস্তাই ফাঁকা পেয়েছেন।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, সারারাত বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্ত্বরে ছিলাম।

রাত ৩টা পর্যন্ত যানজট ছিলো না। এরপর সেতুর উপর দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় এই জটের সৃষ্টি হয়েছিলো।

তবে সেতুর উভয় লেন দিয়ে গাড়ি উত্তরবঙ্গের দিকে পাড় করার উদ্যোগ নেওয়ায় দ্রæত যানজট কমতে থাকে। সম্পাদনা – অলক কুমার