বাসাইলে ট্রাফি-ট্রাক্টরের ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলের অবৈধভাবে ট্রাফি-ট্রাক্টর দিয়ে বালু পরিবহন করার অপরাধে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের দেউলি এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন-  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

এসময় অবৈধ দুইটি ট্রাফি-ট্রাক্টরের মালিক না থাকায় ড্রাইভার লাভু (৩০) ও সোহেল (৩২) ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জানা যায়, চাষাবাদের জন্য আমদানি করা ট্রাক্টরের পেছনে ট্রলি লাগিয়ে ইট, মাটি, গাছসহ নানা ভারী পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে এসব পরিবহন।

খবরবাংলা

এসব বাহনের রাস্তায় চলাচলের জন্য নেই কোনো বৈধ অনুমোদন (রোড পারমিট)।

এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় ১৪ থেকে ২০ বছরের কিশোর-তরুণেরাও চালাচ্ছেন এসব যানবাহন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, অবৈধভাবে ট্রাফি-ট্রাক্টরের দিয়ে বালু পরিবহন করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার