ফ্যান ছিড়ে পড়ে মৃত্যু নয়, মায়ের হাতে দুই শিশু পুত্রের মৃত্যু

মায়ের হাতে শিশুর মৃত্যু

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভুঞাপুরে চলন্ত সিলিং ফ্যান পড়ে দুই সহোদর ভাই নিহত খবর পাওয়া গেলেও প্রকৃত ঘটনা তা নয়।

প্রাথমিকভাবে ঘটনাটি সবাই ধারণা করেছিল চলন্ত ফ্যান ছিড়ে পরে ওই শিশু দুইটির মৃত্যু হয়েছে।

পরে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই মা তার দুই নাবালক শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

পরে তিনি ফ্যানে ঝুলে আত্মহত্যা করতে গেলে ফ্যান ছিড়ে পড়ে তিনি অজ্ঞান হয়ে যায়।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে ভূঞাপুর উপ‌জেলা নিকরাইল ইউ‌নিয়নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সা‌জিম (৬) বছর ও তার ভাই সা‌নি (৪ মাস); তাদের পিতা ইউসুফ আলী।

ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পারিবারিক কলহের জেরে বেশ কিছু দিন আগেই দুই ছেলেকে হত্যা করতে চাইতো মা শাহিদা বেগম।

তিনি আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন যে তিনি ছেলে দুটিকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তিনি চলন্ত ফ্যানের সাথে আত্মহত্যা করতে যান।

এসময় ফ্যানের পাখা ভেঙ্গে নিচে পরে ও তিনি অজ্ঞান হয়ে যায়।

পরে যখন তার মা ঘরের মাঝে দরজা আটকানো দেখে ডাকাডাকি করেন এলাকাবাসী।

এসময় দরজা না খোলার পর মেয়ের স্বামীকে মোবাইল করে বাড়িতে আনার পর যখন দরজা ভেঙ্গে ঘরে ডুকে তখন দেখে যে ছেলে দুটি মৃত ও তার স্ত্রী আহত অবস্থায় পরে রইছে।

পরে তাদের আহাজারিতে আশে পাশের লোকজন এগিয়ে আসে।

ঘটনা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও হাসপাতালে একটি টিম পাঠায়; এসময় শাহিদা বেগম পুলিশের কাছে হত্যার কথা নিশ্চিত করে। সম্পাদনা – অলক কুমার