মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রথমেই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুর‌্যাল ও ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

আরও পড়ুন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পেলো একাডেমিক জিনিয়াস এ্যাওয়ার্ড পদক

পুষ্পস্তবক অর্পন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে । এরপর ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়া এসময় অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।