মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মাহফুজ আরা আফরোজ, মাভাবিপ্রবি প্রতিনিধি : জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

আরও পড়ুন- ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃসিরাজুল  ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন- খান ও সিদ্দিকী পরিবারের ‘বন্ধন’, ত্যাগীদের প্রত্যাশা হইব্রিডের পতন

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।