রেজিস্ট্রিপাড়া ঔষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে কর্মহীনদের উপহার প্রদান

টাঙ্গাইলের রেজিস্ট্রিপাড়া ঔষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে একশ’ ৫০ জন কর্মহীন দুস্থ মানুষকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়। শুক্রবার (০১ মে) রেজিস্ট্রিপাড়া ঔষধ মার্কেট ঔষধ ব্যবসায়ীদের উদ্যোগ ও অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, ১ কেজি আলু, ১ কেজি চিড়া, আধা কেজি ডাউল, ১ কেজি আটা।

ব্যবসায়ীদের পক্ষ থেকে উত্তম কুমার পোদ্দার বলেন, বৈশ্বিক এই মহামারিতে প্রত্যেককেই তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই আমরা এই দূর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো। এসময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না।

এসময় ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উত্তম কুমার পোদ্দার, লুৎফর রহমান, অরুন লাল চৌধুরী, সুব্রত ধর, আনন্দ মোহন সাহা প্রমুখ।