হাসপাতালের স্টাফ নার্সসহ টাঙ্গাইলে নতুন আক্রান্ত ৯; জেলায় মোট ৮৪

টাঙ্গাইলে নতুন করে আরো ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডের স্টাফ নার্স একজন। এ নিয়ে টাঙ্গাইলে মোট করোনা আক্রান্ত ৮৪ জন।

রোববার (১৭ মে) রাত্রি ১২টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ৯ জনের মধ্যে জেলার দেলদুয়ারে ৪ জন, কালিহাতীতে ১ জন, ধনবাড়ীতে ১ জন, মধুপুরে ১ জন, সখিপুরে ১ জন, সদর উপজেলায় ১ জন (জেনারেল হাসপাতাল) শনাক্ত হয়েছেন।

এবিষয়ে সিভিল সার্জন জানান, গত ১৪ মে তারিখে পাঠানো নমুনা থেকে ৪ জন ও ১৫ মে তারিখে পাঠানো নমুনা থেকে ৫ জন পজিটিভ হয়েছে। এদের মধ্যে একজন টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের ১ জন স্টাফ নার্সও আছেন। এদের প্রত্যেকের বসতবাড়ি ও এর আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রীসহ যাবতীয় সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।