হাসপাতালের স্টাফ নার্সের বাসা ও সামনের পাকা সড়ক লকডাউন

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের একজন স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এরপর ওই নার্সের বাসাসহ আশে পাশের বাড়ি ও বাসার সামনের পাকা রাস্তা লকডাউন করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত ১৩ মে টাঙ্গাইল সদর হাসপাতালের সিজারিয়ান রোগীর করোনা পজেটিভ আসার পরে তার কন্টাক্ট ট্রেসিং করে সদর হাসপাতালের কর্মরত ৫৭ জন ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ এবং তার বাড়ির ২১ জনের স্যাম্পল কালেকশন করে করোনা টেস্ট করা হয়। এদের মধ্যে রোগীর কন্টাক্টে আসা একজন স্টাফ নার্স করোনা পজেটিভ হন। তার ভিতরে করোনার কোন ধরণের লক্ষণ পরিলক্ষিত হয়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব রামপদ রায় এবং সদর থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম আকুরটাকুর পাড়া চক এলাকায় তার বাসা এবং সন্নিকটস্থ রাস্তাঘাট লকডাউন ঘোষনা করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের একটি স্বেচ্ছাসেবক টিমকে ঐ বাড়িতে সকল ধরণের জরুরী সহযোগিতা যেমন ঔষধ, নিত্য প্রয়োজনীয় বাজার, সরকারী উপহার সামগ্রী সরবরাহের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। কোন অবস্থাতেই যেন ঐ বাড়ির বাসিন্দারা বাহিরে না বের হয় সে বিষয়ে সতর্ক ও নিশ্চিত করা হয়।