করোনা যুদ্ধে সরকারের সাথে কর্মহীনদের পাশে টাঙ্গাইল কমিউনিটি পুলিশিং কমিটি

করোনাভাইরাস বিস্তার প্রতিহত করার লক্ষ্যে সরকার বিভিন্ন শ্রেণির পেশা বন্ধ ঘোষণা করেছেন। ফলে কর্মহীন হয়ে পরেছে সাধারণ শ্রমজীবী মানুষ। তখন সেই সকল কর্মহীন মানুষকে সার্বিক সহযোগিতাও করে যাচ্ছে সরকার। ঠিক সেই সময় সরকারে সাথে সাধারণ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটি।

তারই ধারাবাহিকতায় কর্মহীন হয়ে পড়া এই মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ শুরু করেছে টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটি। সোমবার দুপুরে জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। টাঙ্গাইল পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক এই কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভার ১৮টি ওয়ার্ডে দুই সহশ্রাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে।

খাদ্যদ্রব্য বিতরণ উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান (দাদু ভাই), সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এসময় প্রত্যেককে চাল, ডাল, লবণ, তেল ও আলু দেওয়া হয়।