টাঙ্গাইলে এপর্যন্ত আক্রান্ত ৭

টাঙ্গাইল জেলায় মঙ্গলবার নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। পরীক্ষার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩৯৮ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে মঙ্গলবার নতুন ৭৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ১২৮১, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৬৪ এবং আইসোলেশনে আছেন ৩ জন।

এখন পর্যন্ত ৩২০ জনের রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ জন। বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এরা কেউই করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। সবার ফলাফল নেগেটিভ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, প্রাপ্ত নমুনার রিপোর্টে টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত ৭ জন আক্রান্ত হয়েছেন। তারা ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসাধীন আছেন। জেলার ১২টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।