কালিহাতীতে প্রতারক পিতা-পুত্রের হাত থেকে বাঁচতে চায় তাঁতীরা!

প্রতারক পিতা-পুত্র

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে স্থানীয় তাঁত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।

দীর্ঘদিন ধরে এ প্রতারক চক্রের সিন্ডিকেটের কারনে স্থানীয় তাঁতীরা পথে বসার উপক্রম হয়ে পড়েছে।

এই প্রতারক চক্রের রোষানল থেকে বাঁচতে ও এদের মুখোশ উন্মোচনের জন্য ভুক্তভোগীরা সোমবার (২২ আগস্ট) কালিহাতী প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন –মোটরসাইকেলের জন্য হত্যা, এসিড দিয়ে পুড়িয়ে দিলো মরদেহ

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা ইডেন পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তফা আশরাফী (৬০) ও তার পুত্র লিটন আশরাফী (৩০) পিতা-পুত্র মিলে স্থানীয় তাঁতের শাড়ী ব্যবসায়ীদের নিকট থেকে নানা অজুহাত ও কৌশলে শাড়ী কাপড় বাকিতে ক্রয় করে।

কিন্তু তাঁতীদের শাড়ীর টাকা নগদে পরিশোধ না করে ব্যাংকের চেক দিতো।

কিন্তু পরবর্তীতে ওই চেক নানা অজুহাতে বা সামান্য টাকা পরিশোধ করে তাঁতীদের কাছ থেকে চেক ফেরত নিতো।

ফলে ওই সব তাঁতীরা কাপড় বিক্রির টাকা তুলতে না পেড়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয়ে সর্বশান্ত হয়ে পড়েছে স্থানীয় অসংখ্য তাঁত ব্যবসায়ী।

আরো পড়ুন – নিবিড় তদন্তের জন্য শিহাব হত্যা মামলা সিআইডিতে- এসপি

এ বিষয়গুলো নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা একাধিকবার শালিস-দরবার করলেও ওই প্রতারক মোস্তফা আশরাফী ও লিটন আশরাফী টাকা দেওয়ার কথা স্বীকার করলেও বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করছেন।

ভুক্তভোগী স্থানীয় তাঁত ব্যবসায়ী তারিকুল হক, নুর হোসেন, আসলাম হোসেন, মামুনুর রশীদ, ফারুক হোসেন. আব্দুল মালেক, কামরুল হাসান ও এমদাদুল হক জানান, মোস্তফা আশরাফী ও তার ছেলে লিটন আশরাফী আমাদের ছাড়াও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য ব্যবসায়ীদের পথে বসিয়েছে প্রতারনার মাধ্যমে।

আমরা এই প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মোস্তফা আশরাফী ও লিটন আশরাফী বিরুদ্ধে তাঁতীদের দেনা-পাওনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে একাধিকবার শালিস-দরবার করে কোন সুরাহা করতে পারিনি।

তাদের এমন কর্মকাণ্ডে তাঁতীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পাদনা – অলক কুমার