সচেতনায় অনুকরণীয় নারান্দিয়ার যুবকরা

কালিহাতীর উপজেলার নারান্দিয়ায় করোনা প্রতিরোধে স্ব উদ্যোগে জীবানুনাশক ছিটাচ্ছেন এলাকার কয়েকজন যুবক। তারা গত ৪ দিন যাবৎ ধারাবাহিকভাবে এ কাজ করে যাচ্ছেন। এতে এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং তাদের ধন্যবাদ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে দেখা যায় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ভবন, দৌলতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, শাপলা যুব সংঘ কার্যালয়, বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ, মন্দির এবং ঔষধের দোকানে জীবণুনাশক স্প্রে করছেন যুবকরা। এছাড়া দৌলতপুর ও মাইস্তা গ্রামের প্রবেশ পথে দাঁড়িয়ে যানবাহনে জীবাণুনাশক দিচ্ছেন তারা। সেইসাথে করোনা মোকাবেলায় মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

দৌলতপুর গ্রামের রাশেদুল ইসলাম রাসেলের অর্থায়নে এ কাজে সার্বিক সহযোগিতা করছেন শফিকুল ইসলাম শফি, নিবির, মাজেদুল, করিম, আমিনুর, জাহিদুল, উল্লাস, ইমরান, বাঁধনসহ আরো অনেকে। উদ্যোক্তারা বলেন স্প্রে করা চলমান থাকবে।