ঘাটাইলে এক দোকানে মাসে দুইবার চুরি; নিরাপত্তাহীতায় ব্যবসায়ীরা

ঘাটাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে বেড়েছে চুরির ঘটনা।

বসতবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে।

আর এরই মধ্যে একই প্রতিষ্ঠানে একমাসে দুইবার চুরির ঘটনাও ঘটেছে।

আর এই ঘটনা ঘটেছে পৌরসভার উত্তরপাড়া এলাকার (বকুল তলা মোড়) মেসার্স রাদ ট্রেডার্সে।

৮ ফেব্রুয়ারি পর গত ১০ মার্চ দিবাগত রাতে ওই একই দোকানে দ্বিতীয় বার চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা যায়, ঘাটাইল উত্তরপাড়ার বাসিন্দা আমিনুল ইসলামের বাড়ীর পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রাদ ট্রেডার্স।

গত ৮ ফেব্রুয়ারি রাতে তার দোকানে চুরির ঘটনা ঘটে। চোর দোকানের শার্টারের তালা ভেঙ্গে মালামাল চুরি করে।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১০ মার্চ রাতে আবারও দোকানের টিনের চালা কেটে ঢুকে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে চোরেরা।

মেসার্স রাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম জানান, একমাসের মধ্যে আমার দোকানে পরপর দুইবার চুরির ঘটনায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রথমবার চুরির পর আমি থানায় একটি মামলা দায়ের করি। সেই মামলায় ঘটনার রহস্য এবং চুরি যাওয়া মালামাল সম্পর্কে এখনো কোন তথ্য পাইনি। এখন আবার গতকালের চুরির ঘটনা নিয়ে মামলা করতে হবে।

স্থানীয় ইমরুল হাসান বাবু জানান, সম্প্রতি ঘাটাইলে চুরির ঘটনা বেড়েছে। কয়েকদিন আগে কলেজ মোড়ে এক মার্কেটের তিনটি দোকানে চুরি হয়েছে।

এছাড়া টিলা বাজার এলাকায় একটি ওষুধের দোকানে, খরাবর এলাকার জনৈক রায়হানের বাসা থেকে দামি দুইটি মোবাইল চুরির ঘটনা আমরা জানি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী জানান।

ঘাটাইল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ঘাটাইল থানার ওসির সাথে কথা বলেছি।

তাদেরকে চুরির ঘটনার রহস্য উন্মোচন ও চোরদের আটক করতে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি; রাতের পাহারা আরও শক্তিশালী করার ব্যবস্থা করা হয়েছে।

ঘাটাইল থানার তদন্তকারী কর্মকর্তা ছাইফুল ইসলাম জানান, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আমরা অতি শীঘ্রই চুরির ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেফতার করতে পারবো। সম্পাদনা – অলক কুমার