আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাগরপুর সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ও নির্বাচিত ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১১৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

আরও পড়ুন- নিজের অনিয়ম-দুর্নীতির তথ্য গোপন রাখতেই নোটিশ দেন প্রধান শিক্ষক

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মো. ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রহিম সুজন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ প্রমুখ ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগম খােদেজা দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খান।