ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে মির্জাপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন করেছে মির্জাপুর উপজেলাবাসী।

৭১’র ১৩ ডিসেম্বর মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা।

হানাদার মুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক দুই কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, মুক্তিযেদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।